আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় মনুনদীর পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের একব্যক্তি ও শহরতলির শ্রীরাইনগর এলাকার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলের বাড়ি থেকে লিটন নামের অপর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লিটনের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, বাবুলের চাচাতো ভাই শাকিল মোবাইলে লিটনকে ডেকে নিয়ে হত্যা করেছে।
পুলিশ জানায়, সোমবার সকাল ১০ টায় চাঁদনীঘাট এলাকায় মনুনদীর পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের পাঠায়।
অপর দিকে সকাল ১১ টায় সদর উপজেলার শ্রীরাইনগর এলাকার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুলের বাড়ি থেকে লিটন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, রোববার রাতে মোবাইল ফোনে লিটনকে বাড়ী থেকে ডেকে নেয় সাইফুর রহমান বাবুলের চাচাতো ভাই সাকিল। সাকিলসহ কয়েকজন মিলেই তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের ভাই জানান। তিনি আরো বলেন, তাকে অপহরন ও ছিনতাই মামলার আসামীরা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ দিয়ে আসছিল। উল্লেখ্য নিহত লিটন একটি অপহরন ও ছিনতাই মামলায় বাদী। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। যারা অপহরন মামলার আসামী এরা কিছুদিন পূর্বে আওয়ামীলীগের একটি গ্রুপের নিয়ন্ত্রণে ছিল বর্তমানে তারা আওয়ামীলীগের অপর এক প্রভাবশালী নেতার সমর্থনে রয়েছে। এরা প্রকাশ্যে প্রতি নিয়ত অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীসহ বিভিন্ন মানুষকে উলঙ্গ করে মেয়েদের পার্শ্বে দাঁড় করিয়ে ছবি তুলে অপকর্ম চালিয়ে যাচ্ছে পুলিশের নাকের ডগায়।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত যারা সবাইকে আইনের আওতায় আনা হবে।
মৌলভীবাজারে ২ ব্যক্তির লাশ উদ্ধার # আ’লীগ নেতার বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
Monday, April 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment