আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারে যাত্রা ও জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে শাহেদ ও মুজিবুর রহমানের অবস্থা অশঙ্কাজনক থাকায় তাদের সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শুক্রবার রাত ১১টার দিকে মনমুখ ইউনিয়নের সাদুহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাসব্যাপী সাদুহাটি এলাকায় যাত্রা ও জুয়া খেলা চলছিল। এটা বন্ধের দাবিতে এলাকাবাসী রাতে জুয়া ও যাত্রার আয়োজকদের সঙ্গে কথা বলতে যান। এরই এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, যাত্রা অনুষ্ঠানের আয়োজক ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ।
মৌলভীবাজারে যাত্রা অনুষ্ঠানে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
Saturday, May 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment