আমাদের সিলেট ডটকম:
সিলেট থেকে অপহৃত হওয়ার ১৩ দিন পর এক ব্যবসায়ীকে গাজীপুরের জয়দেবপুর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম সাইফুর রহমান শমসের। তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মৃত সিদ্দেক মিয়ার ছেলে ও পেশায় মুদি দোকানী।
গত রাত ১টায় যোগাযোগ করা হলে সিলেট গোয়েন্দা পুলিশের এডিসি জাবেদ আহমদ, শমসেরকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, শমশের ও অপর এক ব্যক্তিকে সিলেট নিয়ে আসা হচ্ছে।
গত ২০ এপ্রিল সিলেট নগরীর রিকাবীবাজারস্থ মাদার কেয়ার ক্লিনিকের সামনে থেকে অপহৃত হন দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামের মৃত সিদ্দেক মিয়ার ছেলে মুদি দোকানী সাইফুর রহমান শমসের।শমসেরের ভাই রেজওয়ান আহমদ শমসের নিখোঁজ হয়েছেন উল্লেখ করে কোতোয়ালী থানায় জিডি করেন।
এ ঘটনার পর সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শমসেরের মোবাইল ট্রেকিং শুরু করে। অপহরণের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গত ৩০ এপ্রিল শমসেরের মোবাইল ফোন খোলা পাওয়া যায়। এরপর মোবাইল ট্রেকিং করে গোয়েন্দা পুলিশ গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে মোবাইল ফোনসহ আটক করা হয়। পরে ওই ব্যক্তি জানায় সে শমসেরের কাছ থেকে ফোনটি কিনেছে। তার দেয়া তথ্য অনুযায়ী শমসেরকে উদ্ধার করা হয়।
সিলেট থেকে অপহৃত ব্যবসায়ী গাজীপুরে উদ্ধার
Friday, May 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment