লন্ডনে চার্চ-মসজিদসহ কমিউনিটি সেন্টার বন্ধের প্রতিবাদে মিনা রহমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদান

Friday, May 2, 2014

আমাদের সিলেট ডটকম:

বাকিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিল কর্তৃক অযৌক্তিকভাবে ব্রানমেড রোডের ফ্যান্সওয়ে কমিউনিটি সেন্টার বন্ধের সমালোচনা করে কনজারভেটিভ পার্লামেন্টারী স্পোকম্যান মিনা রহমান বলেছেন, লেবার পার্টি কয়েক হাজার মানুষের ব্যাবহার উপয়োগী একমাত্র সেন্টারটি বন্ধ করার যে সিদ্ধান- নিয়েছে তা সম্পুর্ণ অযৌক্তিক। হাউজিং অবশ্যই জরুরী এর অর্থ এই নয় যে, সকল ধরনের লেইজার ফ্যাসিলিটি বন্ধ করে দিতে হবে। হাউজিং এর নামে এমনটি করছে বাকিং লেবার পার্টি।

তিনি বলেন, ফ্যান্সওয়ে কমিউনিটি সেন্টারের উপর নির্ভরশীল ম্যালটি ক্যালচারাল সোসাইটির দুই হাজারেরও বেশী পরিবার। কাউন্সিলকে নিয়মিত রেন্ট পরিশোধ করে এই সেন্টারে খৃষ্টান কমিউনিটির চার্চ ও মুসিলম কমিউনিটি মসজিদের কার্যক্রম চালিয়ে আসছে এ ছাড়া এই সেন্টারে বয়স্কদের ক্লাব, টডলার গ্রুপের ক্লাস, ডান্স ক্লাবসহ ১৫টি সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

গত ১ মে দুপুরে সেন্টার বন্ধের প্রতিবাদে বার্কিং টাউন হলে ক্যাম্পেইনারদের সাথে নিয়ে স্মারক লিপি প্রদান কালে মিনা রহমান এসব কথা বলেন।

স্মারকলিপি গ্রহন করেন কাউন্সিলের একজন কর্মকর্তা। এ সময় আরো উপসি’ত ছিলেন জিএলএ মেম্বার এন্ডুবফ, পাসওয়ে ওয়ার্ড থেকে আসছে কাউন্সিল নির্বাচনে কনজারভেটিভ দলীয় কাউন্সিলার প্রার্থী গয়াছ মিয়া, হলরিচার্ড, ক্রিস রাইস, চৌধুরী নাজমুন আরা, হুসনেয়ারা মজিদ, এ্যাবি টউর, শাহ সহিদুর রহমান, মদরিছ আলী, শামীম চৌধুরী, এমরান চৌধুরী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License