আমাদের সিলেট ডটকম:
সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন মানবতার কল্যাণে কাজ করলে ইহ এবং পরকালীন মুক্তির পথ প্রশস্থ হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের উচিত। তাদের কল্যাণে স্বীয় অবস্থান থেকে সকলকে এগিয়ে আসতে হবে। সুশৃংখল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে। এটাই মানব জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত।
তিনি সোমবার বিকেলে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ দুসকি এলাকা পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াত নেতা মুফতি মাওলানা আলী হায়দার, জালালাবাদ পূর্ব থানা সভাপতি মো: আব্দুল মজিদ, সেক্রেটারী মো: বদরুল হক,৬ নং ওয়ার্ড সভাপতি মামুন আহমদ, দুসকি ইউনিট জামায়াত সভাপতি সিরাজুল হক, জামায়াত নেতা ওয়ারিছ আলী,সোনা মিয়া,সালেহ আহমদ,আব্দুর রকীব,সামছুল বারী, হেলাল আহমদ, শহীদ আহমদ, আবুল কালাম প্রমুখ।এ সময় তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন, এবং ধৈর্য্য ধারনের জন্য সকলের প্রতি আহবান জানান।
সুশৃংখল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে -এড: এহসানুল মাহবুব জুবায়ের
Monday, April 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment