আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অবস্থার আশানুরূপ শারীরিক উন্নতি হয়েছে। তিনি বর্তমানে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। সকালে নাস্তা করার পর তিনি সিসিইউ এর বেডে বসে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন। মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী সামা হক চৌধুরী জানিয়েছেন, মেয়র এখন অনেকটা সুস্থ বোধ করছেন।হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নরম খাবারও সরবরাহ করছেন এবং মেয়র নিয়মিতভাবে খাবারও খাচ্ছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৮টায় মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালের ভর্তি হন। রাত সোয়া দুটায় আবারও তার হার্ট এ্যাটাক হয়। দ্বিতীয়বারের মতো হার্ট এ্যাটাকের পর তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন মেয়রের সুস্থতা কামনা করে আজ বাদ যোহর সিলেট সিটি কর্পোরেশনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অবস্থার উন্নতি ॥ খাওয়া-দাওয়া করছেন ॥ কথা বলছেন মেয়র আরিফ
Sunday, April 27, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment