উত্তরপূর্ব ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টায় প্রশাসন ভবনের সভাকক্ষে ভিসি প্রফেসর ড. মো. আমিলুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রক্টরিয়াল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদ-অবকাশ পরবর্তী ক্যাম্পাসের পরিস্থিতি এবং ইতোপূর্বে গৃহীত নিরাপত্তা ব্যবস্থাদি পর্যালোচনা করে অধিকতর নিরাপত্তার জন্য নেওয়া তিনটি পদক্ষেপের মধ্যে রয়েছে
সন্ধ্যার পর ক্যাম্পাসে সব ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, হল গেইট, তিনটি হলের সংযোগস্থল, গোলচত্বর ও ক্যাপাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ প্রহরার ব্যবস্থা এবং প্রক্টর ও প্রভোস্ট, সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্টদের সমন্বয়ে পূর্বের ন্যায় ভিজিল্যান্স টিম গঠনের মাধ্যমে দায়িত্ব পালন। এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে ঈদ-অবকাশকালে বিভিন্ন শিক্ষকের মোবাইল ফোনে ও বেনামে হুমকি দিয়ে মেসেজ প্রেরণের ঘটনা এবং ছাত্রদের আহত করার ঘটনায় নিন্দা জ্ঞাপন করা হয়।
No comments:
Post a Comment