সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সমাবেশ

Thursday, October 24, 2013

সিলেট মহানগর, জেলা উত্তর ও জেলা দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, ১৮ দলীয় জোট সিলেট মহানগর-এর ডাকে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে বেলা ২ টায় আজকের সমাবেশকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে হবে। আওয়ামী বাকশালী সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠা, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবীতে আজকের সমাবেশ সিলেটবাসী যে কোন মূল্যে সফল করতে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। হামলা, মামলা, জুলুম নিপীড়ন, গ্রেফতার হয়রানী চালিয়ে দেশপ্রেমিক জনতার আন্দোলন স্তব্ধ করা যায় না। আজকের সমাবেশ বানচাল করতে ফ্যাসিবাদী সরকার নানা ষড়যন্ত্র করছে। কোন ষড়যন্ত্রই সিলেটবাসী সফল হতে দিবে না। পুণ্যভূমি সিলেটের জনগণ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। সরকার যদি সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করে সিলেটের আপামর জনতাকে সাথে নিয়ে সর্বত্র প্রতিরোধ গড়ে তোলা হবে।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা উত্তরের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ও ১৮ দলীয় জোটের মহানগর সদস্য সচিব হাফিজ আব্দুল হাই হারুন, জেলা দক্ষিণের সেক্রেটারী ও সিলেট জেলা ১৮ দলীয় জোটের সদস্য সচিব মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মোঃ শাহজাহান আলী ও এডভোকেট আব্দুর রব প্রমুখ।

নেতৃবৃন্দ আজকের সমাবেশ সফল করার জন্য ১৮ দলীয় জোট ভুক্ত দলসমূহের অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে যথাসময়ে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ার আহবান জানান। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সমাবেশকে শান্তিপূর্ণভাবে সফল করতে হবে। সমাবেশকে বানচাল করতে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারের নামে বাসা-বাড়ি ও মেসে তল্লাশীর নামে হয়রানী ও গণগ্রেফতারের তীব্র নিন্দা জানান তারা। অবিলম্বে আটক বিরোধী জোটের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License