নিরপেক্ষা তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে, বিরোধী দলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, গ্রেফতার নির্যাতন বন্ধ এবং ব্যর্থ সরকারের পদত্যাগের দাবীতে ১৮ দলীয় জোট কেন্দ্র ঘোষিত সিলেট কোর্ট পয়েন্টে আজকের সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে হবে। কোন ষড়যন্ত্রই আজকের সমাবেশ বানচাল করতে পারবে না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বেলা ২ টায় কোর্ট পয়েন্টে আজকের সমাবেশ সফল করা হবে।
গতকাল বৃহস্পতিবার ১৮ দলীয় জোট সিলেট মহানগরীর উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভায় জোট নেতৃবৃন্দ আজকের সমাবেশ সফলের আহবান জানান। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকীর বাসায় অনুষ্ঠিত সভায় জোট নেতৃবৃন্দ ১৮ দলীয় জোটের অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে সমাবেশে উপস্থিত হওয়ার আহবান জানান।
১৮ দলীয় জোট মহানগর আহবায়ক ও নগর বিএনপির সভাপতি আলহাজ্ব এম.এ. হকের সভাপতিত্বে এবং জোটের সদস্য সচিব ও নগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি তারেক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা: সায়েফ আহমদ, ভারপ্রাপ্ত সেক্রেটারী মোঃ ফখরুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, জামায়াত নেতা মোঃ শাহজাহান আলী ও এডভোকেট আব্দুর রব, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, জমিয়তের মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান ও যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইসলামী ঐক্যজোট মহানগর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, লেবার পার্টির মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।
নেতৃবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেয়ার পরিণতি হবে ভয়াবহ। আজকের পর এই সরকার অবৈধ। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে ও তত্ত্বাবধায়ক সরকার পুনপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার জন্য সচেতন সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা। গণগ্রেফতার ও হয়রানী বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি
কোর্ট পয়েন্টে আজকের সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে হবে
Thursday, October 24, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment