গোবিন্দগঞ্জ ব্রিজের নির্মাণ কাজ দেড় মাস ধরে বন্ধ

Wednesday, October 23, 2013

ছাতক প্রতিনিধি

ছাতকের গোবিন্দগঞ্জে বটেরখাল নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ প্রায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে। নির্মাণকাজে কারিগরি ত্র“টির কারণে ব্রিজের ‘ভিম সেগ’ করায় কাজ বন্ধ রেখেছে নিয়োজিত ঠিকাদাররা। নির্মাণকাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।




জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অধীনে ভারতের সিআইএস, বাংলাদেশের ড্যাপকো, জাপানের অরিয়েন্টিলও জাইকা’র বিশেষজ্ঞদের সমন্বয়ে দু’পাশে যাতায়াতের ৩ ফুট করে ৬ ফুটসহ ৪০ ফুট প্রশস্থ ব্রিজগুলোর ডিজাইন চূড়ান্ত করা হয়। ২০১১ সালের ১১ জুন এসব ব্রিজের আর্ন্তজাতিক দরপত্র আহবান করা হলে ইষ্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রোভমেন্ট প্রজেক্ট’র সিলেট জোন ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘জ্ঞানন ডান কারনি এন্ড কোম্পানী’ কাজগুলো পায়। চলতি বছরের ১৮ জানুয়ারি যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গোবিন্দগঞ্জ ব্রিজের আনুূষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ব্রিজের নির্মাণকাজ শুরু করা হয়। গত ২৫ আগস্ট রাতে ভিমের উপর ঢালাই ছাড়া হলে ‘ভিম সেগ’ করে ৫ থেকে ৮ ইঞ্চি ভিমের নিচের অংশ দেবে যায়। ঢালাইর লোড প্রেশারে ভিমের নিচের ষ্ট্রীল ফ্রেইম’র কয়েকটি জয়েন্টের নাট-বল্টু ভেঙে যায়। ঠিকাদার শ্রমিকদের নিয়ে জোড়াতালির মাধ্যমে নির্মাণ কাজ অব্যাহত রাখার চেষ্টা করেও সফল হয়নি। এ ব্যাপারে স্থানীয় প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রযুক্তিগত ও কারিগরি দিক থেকে কোন ত্র“টি আছে বলে আমার জানা নেই। কিন্তু এরপরও কেন এটা হলো বুঝে উঠতে পারছি না। তবে যথা সময়ের মধ্যেই গোবিন্দগঞ্জ ব্রিজের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License