ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে বাঙালি মিনা রহমান নির্বাচিত হলে
এ্যাথনিক কমিউনিটি সবচেয়ে বেশি উপকৃত হবে
লন্ডন প্রতিনিধি : হারউইচ এন্ড নর্থ এসেক্স থেকে নির্বাচিত কনজারভেটিভ পার্টির এমপি বারনার্ড জেনকিন বলেছেন, কনজারভেটিভের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে ব্রিটেন অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। গত লেবার সরকার দেশকে একটি ধ্বংসাত্মক পরিস্থিতিতে রেখে যায়, যা সামাল দিতে আমাদেরকে বেশ বেগ পেতে হয়।
বৃহস্পতিবার ২৭ মার্চ সন্ধ্যা ৭টায় বারকিংয়ের লংব্রিজ রোডের এরিনা রেস্টুরেন্টে কনজারভেটিভ পার্টির একমাত্র বাঙালি মেম্বার অব পার্লামেন্ট (এমপি) প্রার্থী মিনা রহমান আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
বারনার্ড জেনকিন বলেন, টোরি পার্টি নতুন কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে কাজ করছে বলেই ইতোমধ্যে বেকারের সংখ্যা কমতে শুরু করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লর্ড সভার সদস্য ব্যারোনেস এ্যান জেনকিন। তিনি বলেন, ২৫ মিলিয়ন পাউন্ড ট্যাক্স কমিয়েছে টোরি পার্টি। শুধু তাই নয়, ১০ হাজার পাউন্ডের নিচে যাদের আয় তাদের ট্যাক্স পরিশোধ করতে হবেনা। এই সুবিধা লেবার পার্টি দেয়নি।
তিনি বলেন, মিনা রহমান কনজারভেটিভ পার্টির জন্যে নিরলসভাবে কাজ করছেন আর একারণেই দল তাকে মনোনয়ন দিয়েছে। তিনি নির্বাচিত হলে এ্যাথনিক কমিউনিটি সবচেয়ে বেশি উপকৃত হবে।
No comments:
Post a Comment