খালেদা জিয়া ইতিহাসের বাইরে রাষ্ট্রপতি নিয়ে মিথ্যা মন্তব্য করে
মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মনে আঘাত দিয়েছেন : মেনন
বড়লেখা প্রতিনিধি : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জিয়াউর রহমান যদি দেশের প্রথম রাষ্ট্রপতি হন, তাহলে মুক্তিযুদ্ধ করে শুরু হয়েছিল সেই প্রশ্ন এসে যায়।
তিনি আরো বলেছেন, স্বাধীনতার ৪৩ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতিহাসের বাইরে রাষ্ট্রপতি নিয়ে মিথ্যা মন্তব্য করে মুক্তিযোদ্ধা ও দেশের সাধারণ মানুষের মনে আঘাত দিয়েছেন।
রাশেদ খান মেনন বলেন, কেউ যদি ভয়ংকর ষড়যন্ত্র সামনে নিয়ে আসে তাহলে তা খুব দুঃখজনক হবে।
শনিবার ২৯ মার্চ সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দর পরিদর্শন শেষে স্থানীয় পঞ্চমোহনায় মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টি ও শমসেরনগর নাগরিক সমাজ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
তিনি জানান, ২০১৫ সালকে পর্যটন বছর ঘোষণা করে মৌলভীবাজারকে পর্যটন জেলা করা হবে। এর অংশ শমশেরনগরও হবে। শমশেরনগর বিমান বন্দরে বেসামরিক বিমান চলাচলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল আহাদ মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, সাংবাদিক ইসহাক কাজল, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকন্দর আলী, অধ্যক্ষ মুর্শেদুর রহমান, অধ্যাপক ফজলুর রহমান, আব্দুল গফুর, রতন বর্ম্মা প্রমুখ।
No comments:
Post a Comment