আমাদের সিলেট ডটকম:
পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নগরীর একটি এসএসসি পরীৰার্থী।
ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার নগরীর ওসমানী মেডিক্যাল রোডে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন এই এসএসসি পরীৰার্থী। সন্ত্রাসীরা তাকে মারধর করে শরীরে পেট্রোল বোমা ছুড়ে মারলে শরীরের বিভিন্ন অংশ ব্যাপক দগ্ধ হয় তার। এরপর প্রথমে ওসমানী হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার তিনি মারা যান।
নিহত এসএসসি পরীৰার্থীর নাম এহতেশামুল হক শাওন। সে নগরীর নগরীর আল রাইয়্যান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। শাওন ওসমানী মেডিকেল কলোনি এলাকার এনামুল হক সোহাগের ছেলে।
শাওনের মৃত্যুর খবর পেয়ে তার সহপাঠীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজের সামনের সড়ক প্রায় আধ ঘন্টা অবরোধ করে রাখে। এসময় তারা শাওনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
শাওনের বাবা এনামুল হক সোহাগ জানান, গত শনিবার দুপুরে এসএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার সময় জানতে বাসা থেকে বের হয় শাওন। পথে মুন্সিপাড়া এলাকার হাসান, ছামি, কবীর, সম্রাট, মামুন, স্বপন নামের কয়েকজন শাওনের উপর হামলা চালায়। প্রায় দেড় মাস আগে হামলাকারীদের সাথে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয় শাওনের। পরে বিষয়টি স্থানীয় কাউন্সিলর শেষ করে দেন। এর জের ধরেই শাওনের উপর হামলা চালানো হয়েছে।
তিনি জানান- অগ্নিদগ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সোমবার দুপুরে সেখানে তার মৃত্যু হয়।
শাওনের শরীরে আগুন দেয়ার ঘটনায় তার বাবা এনামুল হক সোহাগ বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা করেছেন। ওই মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান।
সিলেটে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু : প্রতিবাদে সড়ক অবরোধ
Monday, March 24, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment