সিলেটে দুর্বৃত্তদের লাগানো আগুনে দগ্ধ এসএসসি পরীক্ষার্থী
এহতেশামুল হক শাওন মৃত্যুর কাছে হার মেনেছে
নিজস্ব প্রতিবেদক : সিলেটে দুর্বৃত্তদের লাগানো আগুনে দগ্ধ এবারের এসএসসি পরীক্ষার্থী এহতেশামুল হক শাওন মৃত্যুর কাছে হার মেনেছে। শেষনিশ্বাস ত্যাগ করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এ খবর লেখা পর্যন্ত ঢাকা থেকে নিথর কিশোর দেহটি সিলেট নিয়ে আসা হচ্ছিল। মঙ্গলবার সকাল ১১টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষ লাশ দাফন করা হবে।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারী এনামুল হক সোহাগের বড় ছেলে আল রাইয়ান ইন্টারনাশনাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী এহতেশামুল হক শাওনকে তুচ্ছ ঘটনার জের ধরে একদল দুর্বৃত্ত শনিবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় প্রথমে ছুরিকাঘাত ও ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার শরীরের শতকরা ৮০ ভাগ পুড়ে যায়। তাই চিকিৎসকরা প্রথম থেকেই তাকে সারিয়ে তোলার ব্যাপারে আশাবাদী ছিলেন না।
এহতেশামুল হক শাওনকে আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে সোমবার দুপুরে সে মারা যায়।
No comments:
Post a Comment