আমাদের সিলেট ডটকম :
বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। ফলে নির্বাচনী আমেজের সাথে সরব হয়ে উঠেছেন ভোটাররাও। গত দু’দিনে ভোটের বাতাস দ্রুত পাল্টাতে শুরু করেছে। মূল স্রোতে চলে এসেছেন আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান (আনারস), বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান (ঘোড়া), জামায়াত সমর্থিত প্রার্থী ফয়জুল ইসলাম (কাপ পিরিছ)। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আনারস প্রতীকে ভোট চাইছেন আ’লীগ নেতারা। অপরদিকে সরকারের দুঃশাসনের দাতভাঙ্গা জবাব দিতে বিএনপি নেতারা ঘোড়া প্রতীকে এবং জামায়াত নেতারা কাপ পিরিছে ভোট প্রার্থনা করছেন।
বিয়ানীবাজারে আ’লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানের আনারস প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আ’লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, দক্ষিণ সুরমার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ প্রমুখ।
এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত আদেশ প্রত্যাহার করায় সদস্য সচিব নজমুল হোসেন পুতুলের নেতৃত্বে হঠাৎ করে নড়েচড়ে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা।
শুক্রবার থেকে তৃণমূলে ঘোড়া প্রতীকের জোর তৎপরতা লক্ষ্য করা গেছে। বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নানের সমর্থনে গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা নায়ক হেলাল খান, জেলা বিএনপির সহ সভাপতি মাওলানা রশীদ আহমদ, বিশিষ্ট শিল্পপতি ফয়সল আহমদ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
জামায়াতে ইসলাম সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ফয়জুল ইসলামের কাপ পিরিছের সমর্থনে গণসংযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের যুগ্ম সম্পাদক ও শিবিরের সাবেক সভাপতি মো. সেলিম উদ্দিন, জেলা জামায়াত নেতা মো. ফখরুল ইসলাম, জেলা দক্ষিণের আমীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচনের প্রচারণায় কেন্দ্রীয় নেতারা মাঠে
Friday, March 28, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment