সাড়ে ১৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী সাঈদীর ছেলে

Sunday, March 23, 2014

শীর্ষ নিউজ, পিরোজপুর : পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ১৪ হাজার ৪৬২ ভোটের ব্যবধানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে হারিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। মাসুদ সাঈদী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীে আব্দুল খালেক গাজী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬১৫ ভোট।


এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪৮ হাজার ৮৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৫৫৫ জন এবং নারী ভোটার ২৪ হাজার ৩৪২ জন।


এর মধ্যে জিয়ানগরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদ সাঈদী পেয়েছেন ৮৮৮ ভোট। ওই কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল খালেক গাজী পেয়েছেন ২৭০ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ১১৬।


এছাড়া সাঈদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াত সমর্থিত প্রার্থী পেয়েছেন ১ হাজার ৮৪০ ভোট। আর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ১২৫ ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ছিল ২ হাজার ৮০৬ জন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License