লন্ডনে হুইপ শাহাব উদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের ভোটাধিকার
দেয়ার উপর গুরুত্ব আরোপ করলেন গাফফার চৌধুরী
ব্রিটেন সফরকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহাব উদ্দিনকে মৌলভীবাজার জেলার প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার ২৩ মার্চ পূর্ব লন্ডনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. উস্তার আলীর সভাপতিত্বে ও জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইউকের কনভেনার মনসুর আহমদ মকিসের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক একুশের গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান শিল্পপতি শামসুদ্দিন খান, সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম. এ মান্নান।
অনুষ্ঠানের শুরুতেই মৌলভীবাজার জেলার প্রবাসী, বড়লেখা সমিতি, জুড়ি এসোসিয়েশন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন ইউকে, কমলগঞ্জ সমিতি ও বন্ধন ইউকেসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে হুইপ শাহাব উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লুৎফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নিউপোর্ট যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। মানপত্র পাঠ করেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম।
No comments:
Post a Comment