রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবীতে সিলেটে মিছিল ও সমাবেশ

Monday, March 24, 2014

আমাদের সিলেট ডটকম:

রামপালে সুন্দরবনধ্বংসী বিদ্যুৎ প্রকল্প বাতিল ও ভূমিদস্যুদের তৎপরতা বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলার উদ্যোগে একটি মিছিল সোমবার স্থানীয় কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি সিলেট জেলার আহ্বায়ক ব্যারিস্টার মো. আরশ আলী, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি সিলেট জেলার আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়। উপস্থিত ছিলেন গনতন্ত্রী পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, সদস্য জুনেদুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য সিকান্দর আলী, ন্যাপ সিলেট জেলার আহবায়ক ইসহাক আলী, কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, সাম্যবাদী দলের অধ্যক্ষ ব্রজগোপাল, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ সোয়েব, বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, উদীচী সিলেট জেলার সাধারণ সম্পাদক রতন দেব, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি খায়রুল হোসেন, জাতীয় যুব ঐক্য সিলেট জেলার সাধারণ সম্পাদক আজিজুর রহমান খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি শহিদুজ্জামান পাপলু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, শাবিপ্রবি শাখার আহŸায়ক অনিক ধর প্রমুখ।

সমাবেশে বক্তাগন বলেন, সুন্দরবন তার অসাধারণ জীববৈচিত্র দিয়ে সারাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, লক্ষ লক্ষ মানুষের জীবিকার সংস্থান করে, আবার প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে লক্ষ লক্ষ মানুষকে বাঁচায়। এই জীবন রক্ষাকারীকে ধ্বংস করে, তদুপরি বিরাট এলাকা জুড়ে মাটি ভরাট করার মাধ্যমে অধিকতর পরিবেশ নষ্ট করে সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করতে চায়, ভূমিদস্যু, মন্ত্রী, এমপি, ব্যবসায়ীদের সা¤্রাজ্য বানাতে চায়। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License