আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে সিলেটে এই প্রথম দুগন্ধমুক্ত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের নির্মাণ করার জন্য এডিবি অর্থ্যায়ন করেছে। যে কাজ বাস্থবায়নের জন্য সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন। নগরীর ২৬ নম্বর ওয়ার্ডকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এডিবি’র এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র আরিফ বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন, সুন্দর ও আবর্জনামুক্ত রাখতে সিলেট সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।
মঙ্গলবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডস্থ কমদতলি মুক্তিযোদ্ধা চত্ত¡র সংলগ্ন মাঠে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এডিভির কনসালটেন্ট ইঞ্জিনিয়ার শফিকুল আলম এর সভাপতিত্বে ও ট্রেকস্কুয়ার ইঞ্জিনিয়ার কিসমত আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপন, সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রোকৌশলী নুর আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডিবির প্রজেক্ট ম্যানেজার মো. মামুন সারওয়ার, সমাজসেবক একেএম মিজানুর রহমান, রস্তুম আলম কুদ্দুস, গোলাম আহমদ হায়দার মিয়া, আতিকুর রহমান ফরহাদ প্রমুখ।
মেয়র আরিফুল হক চৌধুরী গতকাল মঙ্গলবার কদমতলিতে এডিবির অর্থ্যায়নে ও সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতায় ২৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন রাখতে প্রায় ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে দুগন্ধমুক্ত সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি কদমতলি জামে মসজিদের ঠিক বিপরীতে ডেকামারা খাল উদ্ধার শেষে ড্রেনেজ ব্যবস্থার চলমান কাজ পরিদর্শন করেন।-বিজ্ঞপ্তি
কদমতলিতে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধন
Tuesday, March 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment