পঁচিশে মার্চের কালরাত্রি স্মরণে সিলেটে মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা
কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ অনুশীলন
নিজস্ব প্রতিবেদক : পঁচিশে মার্চের কালরাত্রি স্মরণে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করেছে।
মঙ্গলবার ২৫ মার্চ রাত ঠিক সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
একাত্তরের ২৫ মার্চ রাত সাড়ে ১১টায় পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশে তাদের গণহত্যার নীলনকশা 'অপারেশন সার্চলাইট' শুরু করে। হামলা চালায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে; কিন্তু প্রচণ্ড প্রতিরোধের সম্মুখিন হয়। বাঙালি পুলিশরা সাধারণ অস্ত্র হাতেই পশ্চিমা জল্লাদদের রুখে দাঁড়ান। ফলে তীব্র লড়াই হয়।
সেই ক্ষণটি স্মরণ করেই মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেট এ বছর প্রথম এ ধরনের কর্মসূচি পালন করলো।
এতে অন্যদের মধ্যে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডেরর চেয়ারম্যান ড. তোফাজ্জল হোসেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি অব পুলিশ সাখাওয়াত হোসেইন, পুলিশ সুপার নূরে আলম মীনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের জেলা আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, সভাপতি অনুপ কুমার দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নারী সংগঠক আসমা কামরান, সিটি কাউন্সিলর জাহানারা খানম মিলন, সাবেক সিটি কাউন্সিলর সালমা সুলতানা প্রমুখ।
এর আগে মুক্তিযুদ্ধ অনুশীলন, সিলেটের সভাপতি ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান আল-আজাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কর্মসূচি সমন্বয় করেন প্রতিষ্ঠানের সম্পাদক ছড়াশিল্পী বশির আহমদ জুয়েল ও নির্বাহী সদস্য কবি ধ্রুব গৌতম।
No comments:
Post a Comment