বিয়ানীবাজারে নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ :
মুক্তিযোদ্ধা আতাউরকে নির্বাচিত করে গৌরবের অংশীদার হোন
বিশেষ প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে 'আনারস' প্রতীকে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা আতাউর রহমান খানকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন।
সোমবার ২৪ মার্চ উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়ায় আয়োজিত এক নির্বাচনী প্রচারণা সভায় তারা এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ জাতির বীর সন্তান আতাউর রহমান খানকে নির্বাচিত করে গৌরবের অংশীদার হতে ইতিহাসখ্যাত বিয়ানীবাজার উপজেলাবাসীর প্রতি আহ্বান জানান।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান বলেন, জনসেবায় নিবেদিত এই ব্যক্তিকে নির্বাচিত করে এলাকায় উন্নয়নে কাজ করার সুযোগ দিন।
তিনি বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়নকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
আলীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রচারণা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপ দফতর সম্পাদক জগলু চৌধুরী, সদস্য আব্দুল মোমিন চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হারুন হেলাল চৌধুরী, সাবেক ছাত্রনেতা আব্বাস উদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম জায়গীরদার প্রমুখ।
No comments:
Post a Comment