চা শ্রমিক ও তাদের পরিবারের ভাগ্যোন্নয়নে বাগান মালিকদেরকে
আরো এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, দেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চা শ্রমিক ও তাদের পরিবারের ভাগ্যোন্নয়নে বাগান মালিকদেরকে আরো এগিয়ে আসতে হবে।
শুক্রবার ২৮ মার্চ বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের সুবিধা বঞ্চিত সন্তানদের মাঝে শর্তযুক্ত অর্থ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলার চা শ্রমিকদের নগদ অর্থ ও খাদ্য প্রদানসহ নানাভাবে সহায়তা করছে সরকার। তাদের কলাণে আগামীতে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি বলেন, চা শ্রমিকদের ছেলেমেয়েরাও সুযোগ পেলে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারেন এবং রাখছেন।
তাদের পড়াশোনার সুযোগ প্রসারিত করে দিতে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মেশকাত আহমদ চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিশেষজ্ঞ অ্যামি ডেলনিউভিলে।
No comments:
Post a Comment