'লাখো কণ্ঠে সোনার বাংলা' কর্মসূচিতে অংশ নিতে সিলেটে সাংস্কৃতিক
জোট ও নাট্য পরিষদের অনুষ্ঠান সকাল ১০টা থেকে
সাংস্কৃতিক প্রতিবেদক : 'জাতীয় সংগীত গাইবো, বিশ্ব রেকর্ড গড়বো' এই আহ্বানে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা দিবসে সকাল ১১টায় 'লাখো কণ্ঠে সোনার বাংলা'য় অংশগ্রহণ করতে সিলেটেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে।
এতে প্রথমেই স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের গান ও দেশাত্ববোধক কয়েকটি গান সমবেত কণ্ঠে পরিবেশিত হবে।
সকাল ১১টায় 'লাখো কণ্ঠের সোনার বাংলা'র সাথে কণ্ঠ মেলাবে সিলেটের হাজারো কণ্ঠ। জাতীয় সংগীত পরিবেশনায় থাকবে, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, নজরুল সংগীত শিল্পী পরিষদ, আনন্দলোক সিলেট ও গীতবিতান বাংলাদেশসহ সিলেটের গুণী শিল্পীবৃন্দ। এ জন্যে সোমবার ২৪ মার্চ সন্ধ্যায় জিন্দাবাজারে নজরুল একাডেমিতে মহড়া অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment