আমাদের সিলেট ডটকম:
স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেট নগরীতে বের হওয়া ছাত্রশিবিরের র্যালীতে গুলি বর্ষণ করেছে পুলিশ। এতে ছাত্র শিবিরের ২ কর্মী গুলিবিদ্ধসহ অন্তত: ২০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে লামাবাজারস্থ মদন মোহন কলেজের সামনে থেকে ছাত্র শিবিরের দুই শতাধিক নেতাকর্মী স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শেখঘাটস্থ নির্মাণাধীন সেতুর পাশে গিয়ে শেষ হয়। র্যালীর শেষ পর্যায়ে আকস্মিকভাবে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ছাত্রশিবির কর্মীদের ধাওয়া করে। এ সময় ছাত্রশিবির কর্মীরা নিরাপদে সরে যাবার চেষ্টা করে। এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ৩০ রাউন্ড শট গানের গুলি ও ৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে ছাত্রশিবিরের ২ কর্মী গুলি বিদ্ধ হন। পরে জিতু মিয়ার পয়েন্ট এলাকা থেকে সন্দেহভাজন ২ জনকে আটক করে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি আতাউর রহমান বাবুল জানান, বিনা অনুমতিতে রয়ালই বের করে ছাত্রশিবির নাশকতার চেষ্টা করছিল। এ কারণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্র ভঙ্গ করেছে। বাধা দিতে গিয়ে পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।
অন্যদিকে, ছাত্রশিবিরর মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু বলেন, স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অনুমতি নেয়ার বিধান আছে বলে আমাদের জানা নেই। পুলিশ আমাদের শান্তিপূর্ণ র্যালীতে গুলি বর্ষণ করেছে। এতে আমাদের ২ কর্মী গুলিবিদ্ধসহ অন্তত: ১৫ জন আহত হয়েছেন।
No comments:
Post a Comment