বিয়ানীবাজারে সিএনজি চালক কর্তৃক কলেজ পড়ুয়া ছাত্রী যৌন হয়রানির স্বীকার

Sunday, March 23, 2014

মোহাম্মদ জসিম, বিয়ানীবাজার প্রতিনিধি:

বিয়ানীবাজারে গতকাল কলেজ পড়ুয়া ছাত্রী যৌন হয়রানির স্বীকার হয়েছে। কলেজের ক্লাস থেকে দুবাগ ইউপিতে গ্রামের বাড়ী যাওয়ার উদ্দেশ্যে দুপুরে ওই ছাত্রী সিএনজিতে উঠলে চালক ও তার সহচারী এ ঘটনা ঘটায়। আর এতে পৌর শহরজুড়ে লঙ্কাকান্ড ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে পরিবহণ শ্রমিক এবং ছাত্রদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, উক্ত ছাত্রী রবিবার কলেজের ক্লাস শেষে বাড়ী ফেরার জন্য সিএনজি ভাড়া করতে চাইলে চালক জসিম ও তার সহচারী জাহেদ মেয়েটিকে অশ্লীল ভাষায় কথা বলে। বিষয়টি মেয়েটি তার ছোট ভাই উজ্জ্বল (২১) কে অবহিত করলে সাথে সাথে সে ঘটনা স’লে হাজির হয়। এ সময় উজ্জ্‌ল চালক ও তার সহচারীকে মারধর করে। এক পর্যায়ে পরিবহণ শ্রমিকরা উল্টো ভাই ও বোনের ওপর চড়াও হলে প্রাণ রক্ষার্থে তারা থানা পুলিশের ভিতরে আশ্রয় নেয়। সেখানেও হামলা চালানোর উদ্দেশ্যে দফায় দফায় জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা। এসময় তারা সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম সড়ক অবরোধ করে রাখে। পরিবহণ শ্রমিকদের শর্ত মোতাবেক পুলিশ উজ্জলকে আটক করে থানা হাজতে রাখলে অবরোধ তুলে নেয়া হয়। যৌন হয়রানির শিকার মেয়েটিকে মহিলা পুলিশ দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে। এতে ভীতসন্ত্রস’ হয়ে পড়া মেয়েটি আর কলেজে যাবে না বলে এ প্রতিবেদককে জানায়। ছলছল চোখে মেয়েটি আরো বলে, ‘প্রায়ই সে এরকম যৌন হয়রানির শিকার হয়। কিন’ কেউ প্রতিবাদ করে না। আজ (রবিবার) যখন সে ও তার ভাই প্রতিবাদী হয়ে ওঠে তখন সমাজ এবং আইন শৃঙ্খলা বাহিনী অন্যায়কারীদের প্রশ্রয় দিচ্ছে।’

হাজতে থাকা উজ্জল জানান, তার স্নাতক পড়ুয়া বোন বিয়ানীবাজার সরকারী কলেজের ক্লাস শেষ করে দুবাগের গ্রামের বাড়ীতে যাওয়ার পথে সিএনজি চালক জসিম এবং জাহেদ তাকে অশ্লীল কথাবার্তা বলে যৌন হয়রানি করে। বিষয়টি দ্রুত মোবাইল ফোনের মাধ্যমে তার বোন তাকে জানালে তিনি এর প্রতিবাদ করতে সিএনজি স্ট্যান্ডে আসেন। তখন পরিবহণ শ্রমিকরা তাকেও গালিগালাজ করলে তিনি উত্তেজিত হয়ে দু’একজনকে মারধর করেন। এদিকে পরিবহণ শ্রমিক নেতা ইসলাম উদ্দিন বলেন, মেয়েটি যৌন হয়রানির শিকার হয়েছে এটা ঠিক। তবে এর সাথে পরিবহণ শ্রমিকরা জড়িত নয়। তিনি দাবী করেন, মেয়ে পক্ষের লোকজনের হামলা সিএনজি চালক জসিম এবং জাহেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বিয়ানীবাজার থানার সেকেন্ড অফিসার ফজলুল হক জানান,উভয়পক্ষের সাথে সমঝোতার কথাবার্তা চলছে। সমাধান না হলে দু’পক্ষ থেকেই মামলা নেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License