প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত জিয়াই রাষ্ট্রপতি ছিলেন : রফিকুল

Friday, March 28, 2014

আমাদের সিলেট ডটকমঃ

একাত্তরের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেয়ার পর থেকে প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত জিয়াউর রহমানই রাষ্ট্রপতি ছিলেন বলে এবার দাবি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

‘দেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যে একথাই বুঝিয়েছেন বলেও দাবি করেন বিএনপির এই শীর্ষ নেতা।

গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।

সমপ্রতি লন্ডনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি দেশের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। এরপর বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়ে ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত প্রবাসী সরকার গঠনের আগ পর্যন্ত জিয়াউর রহমান এদেশের রাষ্ট্রপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এই সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই।’

‘প্রকৃত সত্য উদঘাটনের জন্য এ বিষয়ে গবেষণার কথাও’ বলেন বিএনপির এই নেতা।

বর্তমান সরকারের ক্ষমতায় থাকাকে গণতন্ত্রের জন্য ভয়াবহ ট্রাজেডি মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র ও আইনের শাসনের সঙ্কট চলছে। দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে হলে শেখ হাসিনার পতন ঘটাতে হবে। আর এ জন্য গণঅভূত্থানের বিকল্প নেই।’

উপজেলা নির্বাচনে কেন্দ্র দখল, ভোট ডাকাতি করা হয়েছে দাবি করে রফিকুল বলেন, “আইন, মানবাধিকার চলমান সংকট উত্তরণে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।” তিনি সরকারের কাছে অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণে নির্বাচন দেয়ার আহ্বান জানান।

মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ডা. এজেড এম জাহিদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ- মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, খন্দকার মোশাররফ হোসেনের ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন প্রমুখ বক্তৃতা করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License