বিশ্ব নাট্য দিবসে অন্যায়ের বিরুদ্ধে নাট্য আন্দোলন এগিয়ে
নেয়ার অঙ্গীকার সম্মিলিত নাট্য পরিষদের
সাংস্কৃতিক প্রতিবেদক : নাট্যকর্মীদের সংগ্রাম, চেতনা ও দেশ মাতৃকার প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার ২৭ মার্চ বিশ্বনাট্য দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নানা অনুষ্ঠানের আয়োজন করে। এতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ও অপসংস্কৃতি মোকাবেলায় নাট্য আন্দোলন এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
ওইদিন বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে নাট্য কর্মীদের আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি আল-আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি অনুপ কুমার দেব, প্রাক্তন সভাপতি নিরঞ্জন দে যাদু ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বর্তমান সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, কোষাধ্যক্ষ কামরুল হক জুয়েল, প্রচার সম্পাদক কমলজিৎ শাওন, নির্বাহী সদস্য সিরাজ উদ্দিন শিরুল প্রমুখ।
আনন্দ শোভাযাত্রা শেষে নাট্যকর্মীরা ঐতিহ্যবাহী ধামাইল গান পরিবেশন করেন। পরে মঞ্চে নৃত্য পরিবেশন ও নাটক মঞ্চস্থ করে বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, সিলেট আর্ট এন্ড কালচার ইনস্টিটিউট, মৃত্তিকায় মহাকাল ও ছন্দ নৃত্যালয়সহ বিভিন্ন সংগঠন। বিপুল দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
No comments:
Post a Comment