লাখো কণ্ঠে সোনার বাংলা’ : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান ২৬ মার্চ সকাল ১০ থেকে

Monday, March 24, 2014

আমাদের সিলেট ডটকম:

‘জাতীয় সংগীত গাইবো, বিশ্ব রেকর্ড গড়বো’ এই আবেদনে ঢাকার জাতীয় প্যারেড গ্রাইন্ডে ২৬ শে মার্চ সকাল ১১ টায় ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র অংশ হিসাবে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট ও সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের আয়োজনে সকাল ১০ টা থেকে অনুষ্ঠান শুরু হবে।

শুরুতেই স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের গান ও দেশাত্মবোধক কয়েকটি গান সমবেত কণ্ঠে পরিবেশিত হবে। সকাল ১১ টায় ‘লাখো কণ্ঠের সোনার বাংলা’র সাথে কণ্ঠ মেলাবে সিলেটের হাজারো কণ্ঠ। সংগীত পরিবেশনায় থাকবে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ সিলেট, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, নজরুল সংগীত শিল্পী পরিষদ, আনন্দলোক সিলেট, গীতবিতান বাংলাদেশ সহ সিলেটের গুণী শিল্পীবৃন্দ।

অনুষ্ঠান উপলক্ষে সোমবার সন্ধ্যায় জিন্দাবাজার নজরুল একাডেমীতে অংশগ্রহণকারী সংগঠনের মহড়া অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজনীন হোসেন, সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি অনুপ কুমার দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে অনুষ্ঠানকে সফল করে তুলতে স্কুলের শিক্ষার্থী, শিশু-কিশোর, সহ সিলেটের সকল শ্রেণীপেশার মানুষের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন। উলে­খ্য যে, পুরো অনুষ্ঠানটি সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেড (এসসিএস) সরাসরি স¤প্রচার করবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License