আনন্দ-উল্লাস মুখর পরিবেশে সিলেটে উদযাপন করা হলো দেশ টিভির ৫ম বর্ষপূর্তি

Wednesday, March 26, 2014

আনন্দ-উল্লাস মুখর পরিবেশে সিলেটে উদযাপন


করা হলো দেশ টিভির ৫ম বর্ষপূর্তি


নিজস্ব প্রতিবেদক : বর্ণাঢ্য শেভাযাত্রা ও জন্মদিনের কেক কাটাসহ আনন্দ-উল্লাসে সিলেটে দেশ টিভির ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার ২৬ মার্চ দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি নজরুল একাডেমিতে যায়।

নজরুল একাডেমিতে জন্মদিনের কেক কাটা হয়। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী রাজনৈতিক নেতৃবৃন্দ, নাট্য ও সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিকদের নিয়ে কেকটি কাটেন। এসময় মেয়র দেশ টিভির সিলেট বিভাগীয় প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী ও ক্যামেরাপার্সন আশরাফুল কবীরকে কেক খাওয়ান।

দেশ উৎসবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাজনীন হোসেন, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিম, সচেতন নাগরিক কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ, জাতীয় আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদের সহ সভাপতি খোয়াজ রহিম সবুজ, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, নারী উদ্যোক্তা শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, মোট্রোপলিটন ল কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট শহীদ আহমদ, ছড়াকার সৈয়দ মিলু কাশেম, সিলেট প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুকিত অপি, প্রবাসী সাংবাদিক সাঈম চৌধুরী, আমেনা চৌধুরী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, লেখক আব্দুল মঈন চৌধুরী, সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সদস্য আফজাল হোসেন, সংস্কৃতিকর্মী মিশফাক আহমদ মিশু, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, মুক্তিযুদ্ধ অনুশীলনের সম্পাদক ছড়াকার বশির আহমদ জুয়েল, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গুলজার, এনটিভির আঞ্চলিক প্রধান মইনুল হক বুলবুল, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব, ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমান, এসএটিভির ক্যামেরাপার্সন শ্যামানন্দ শ্যামল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রত্যুষ তালুকদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন গোপাল বর্ধন, বাংলা টিভির ক্যামেরাপার্সন এস. আলম আলমগীর, প্রথম আলোর ফটো সাংবাদিক আনিস মাহমুদ, সমকালের ফটো সাংবাদিক ইউসুফ আলী, দেশ আমার সাধারণ সম্পাদক সৈয়দ সাইমুম আনজুম ইভান, সাহিত্য সম্পাদক রাজু রনরাজ, ক্রীড়া সম্পাদক রবিউল হাসান রাব্বী, কবির আহমদ আশরাফ প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License