বাংলাদেশকে যুদ্ধাপরাধীমুক্ত করে বঙ্গবন্ধু ও ত্রিশলাখ শহীদের স্বপ্নের
সোনার বাংলায় রূপান্তরের অঙ্গীকারে স্বাধীনতা দিবস উদযাপিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে যুদ্ধাপরাধীমুক্ত করে বঙ্গবন্ধু ও ত্রিশলাখ শহীদের স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত করার অঙ্গীকারে জাতি মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।
বাঙালির ইতিহাসের রক্তোজ্জ্বল এ দিনটি উদযাপনে সারা দেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সর্বস্তরের মানুষ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিবেদন করা হয় শ্রদ্ধাঞ্জলি। সকালে পুলিশ লাইন মাঠে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। অনুষ্ঠিত হয় সম্মিলিত কুচকাওয়াজ। এছাড়া প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি পালন করে।
No comments:
Post a Comment