আমাদের সিলেট ডটকম:
সদ্য সমাপ্ত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ১৯ দলীয় জোট সমর্থিত বিজয়ী চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, দলীয় ও জোটের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখা।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও ভারপ্রাপ্ত সেক্রেটারী গোলজার আহমদ হেলাল এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও ১৯ দলীয় জোটের জেলা যুগ্ম আহŸায়ক আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা ইকবাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর হাফিজ নজমুল ইসলাম, বালাগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা সুহেল চৌধুরী, সিলেট সদর উপজেলার নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জৈন উদ্দিন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) জামায়াত নেত্রী দিলারা হাসান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) জামায়াত নেত্রী মরিয়ম বেগম ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান (মহিলা) জামায়াত নেত্রী শামীম আরা পান্না কে অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানবৃন্দের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে তাদের বলিষ্ট নেতৃত্ব দেশবাসীর প্রত্যাশা পূরনে ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের বিভিন্ন উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের জেলা জামায়াতের অভিনন্দন
Tuesday, March 25, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment