গ্যাস সংযোগের দাবিতে ৩০ মার্চ বৃহত্তর জৈন্তায় হরতাল সমর্থনে কানাইঘাটসহ বিভিন্ন স্থানে জনসভা

Friday, March 28, 2014

আমাদের সিলেট ডটকম :

বৃহত্তর জৈন্তার কানাইঘাট, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সর্বত্র গ্যাস সংযোগসহ গ্যাস প্রাপ্তি ও মহালসামিল জলকরে গ্রামবাসীদের ভোগ অধিকার পুনর্বহালের দাবীতে আগামী ৩০ মার্চ জৈন্তিয়া জনদাবী পরিষদের ডাকে বৃহত্তর জৈন্তিয়ায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে। হরতালের সমর্থনে কানাইঘাটের বিভিন্ন স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার বিকেল ৫টায় কানাইঘাট উত্তর বাজার বাসস্ট্যান্ডে জৈন্তিয়া জনদাবী পরিষদের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন-কানাইঘাট উপজেলা শাখা জনদাবী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। সাংবাদিক আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জনদাবী পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা শাদ উদ্দিন, বেলাল আহমদ, সাংবাদিক এখলাছুর রহমান, কানাইঘাট শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, মাওলানা নুর আহমদ, সাহেদ আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৃটিশ আমল থেকে জৈন্তিয়ার হরিপুরসহ অন্যান্য গ্যাস কূপ থেকে সারাদেশের কলকারখানা, বাসা বাড়ীতে গ্যাস সংযোগ দেওয়া হলেও জৈন্তার মানুষকে গ্যাস প্রাপ্তির সুবিধা থেকে অন্যায়ভাবে বঞ্চিত রাখা হয়েছে। জৈন্তিয়ার বালু, পাথর, অন্যান্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়নের চাকা সচল করে রাখলেও জৈন্তিয়ার মানুষ তার ন্যায্য অধীকার থেকে বঞ্চিত। আগামী ৩০ মার্চের সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ পালনের মাধ্যমে গ্যাস সংযোগের দাবী জোরালো করার জন্য কানাইঘাট বাসীর প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়া,৩০ মার্চের হরতালের সমর্থনে জনদাবী পরিষদের উদ্যোগে জাফলং মামার দোকান, সারিঘাট বাজার, হরিপুর বাজার, ঘাটের চটি বাজার, ৪নং বাজার, চিকনাগুল বাজার ও দরবস- বাজারে পৃথক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এসব জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জৈন্তিয়া জনদাবী পরিষদের সভাপতি এড. নাছির উদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License