সিটি মেয়র শঙ্কাযুক্ত : ৩ দিন থাকতে হবে সিসিইউ-এ শয্যাপাশে বিশিষ্ট জন

Saturday, April 26, 2014

আমাদের সিলেট ডটকম:

হৃদযন্ত্রে টেন্ট বা রিং বসানোর পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এখন শঙ্কাযুক্ত বলে জানিয়েছে ডাক্তাররা। তাকে, পোস্ট অপারেটিভ থেকে করোনারী কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তাকে আরো ৩ দিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত সিসিইউ-এ থাকতে হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মনজু এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের পর মেয়র আরিফুল হককে দেখতে সেখানে যান অর্থমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দেশের বিশিষ্ট জনেরা।

সংশিষ্ট সূত্রগুলোর সাথে কথা বলে জানা গেছে, ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আগামী বুধবার পর্যন্ত তাকে সিসিইউতে থাকতে হবে। এরপর অবস্থার আরো উন্নত হলে তাকে পুরো বিশ্রামে থাকতে হবে আরো দুই-সপ্তাহ।শনিবার সকালে ইউনাইটেড হাসপাতালে হাটের্র ব্লক অপসারণ করে রিং বসানোর পর থেকে মেয়র আরিফুল হক চৌধুরী কিছুটা সুস্থবোধ করতে থাকেন। বিকেলের দিকে তার শারীরিক অবস্থার আরো কিছু উন্নতি হয়। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কা-মুক্ত বলে জানিয়েছেন মেয়রের পরিবারের সদস্যদের।

তবে চিকিৎসকরা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরীকে আগামী বুধবার পর্যন্ত সিসিইউতে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকতে হবে। এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার আরো উন্নতি হলে তাকে সিসিইউ থেকে রিলিজ দেয়া হবে। এরপর পুরোপুরি সুস্থ হয়ে ওঠতে তাকে আরো দুই-সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

এদিকে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আরিফকে দেখতে ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি প্রায় ১০ মিনিট কথা বলেন আরিফের সাথে। তিনি তার চিকিৎসার খোঁজখবর নেন এবং আশু সুস’তা কামনা করেন।

অর্থমন্ত্রী ফিরে আসার পর বিকেল ৫টার দিকে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় দলের কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাসও ছিলেন।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শমসের মুবীন চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু ও ইনাম আহমদ চৌধুরীও মেয়র আরিফকে দেখতে হাসপাতালে যান।

প্রসঙ্গত, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে ভর্তি করা হয় নগরীর নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রেখে চিকিৎসা সেবা দেন। তবে তার অবস’া আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার সকাল সোয়া ৭টার দিকে সিলেট জেলা স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স-যোগে মেয়র আরিফকে নিয়ে যাওয়া হয় ঢাকার ইউনাইটেড হাসপাতালে। এ সময় আরিফকে বিদায় দিতে স্টেডিয়ামে তার শুভাকাঙ্ক্ষী অনেকেই উপস্থিত হন। আরিফকে বিদায় দিতে গিয়ে অনেকে কান্নায়ও ভেঙে পড়েন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License