আমাদের সিলেট ডটকম:
এমসি কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের ডাকা কর্মসূচিতে বাধা দিয়েছে ছাত্রলীগ। এ নিয়ে উভয় পক্ষে দু’দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে, ছাত্রলীগ কর্মীদের ধাওয়ার মুখে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছে ছাত্রদল কর্মীরা।
আজ দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্র জানায়, কলেজ নবীন শিৰার্থীদের স্বাগত জানাতে সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে প্রথম লাইব্রেরী ভবনের পাশে ছাত্রলীগ কর্মীরা ছাত্রদল কর্মীদের ধাওয়া দেয়। তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ছাত্রদল কর্মীদের উপর হামলার চেষ্টা করে। এ সময় ছাত্রদল কর্মীরাও পাল্টা ইট পাটকেল নিৰেপ করে। ফলে, উভয় পৰে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘট। পরে, ছাত্রদল কর্মীরা অর্থনীতি বিভাগের পাশে গিয়ে অবস্থান নেয়। ছাত্রলীগ নেতারা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন বিভাগে গিয়ে শ্রেণী কৰে ঢুকে নবীন শিৰার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। একই ভাবে ছাত্রদল নেতারা প্রথমে অর্থনীতি বিভাগ ও পরে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে গিয়ে নবীন শিৰার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ আবারো ইসলামের ইতিহাস বিভাগে গিয়ে মুখোমুখি হয়ে পড়েন। এসময় ছাত্রলীগ কর্মীরা আবারো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করে ছাত্রদল কর্মীদের। তাদের ধাওয়ার মুখে কলেজ ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয় ছাত্রদল কর্মীরা।
এমসি কলেজ ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম জানান, কোন কারণ ছাড়াই ছাত্রলীগ ক্যাম্পাসে চরম উস্কানিমূলক আচরণ করেছে। সাধারণ শিৰার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ছাত্রদল কর্মীরা ক্যাম্পাস ত্যাগ করে চলে এসেছেন।
এদিকে, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু জানান, বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করায় বিক্ষুব্ধ হয়ে সাধারণ শিৰাথীরা ছাত্রদল কর্মীদের ধাওয়া করেছিল।
এমসি কলেজে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা : ধাওয়া পাল্টা ধাওয়া
Sunday, March 30, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment