সিলেটে উৎসব মুখর পরিবেশে চলছে বৈশাখী মেলা

Tuesday, April 15, 2014

আমাদের সিলেট ডটকম:

বাংলা বর্ষবরণ ১৪২১ উৎসব উপলক্ষে সিলেটে চলছে প্রাণবন্ত বৈশাখী মেলা। শারদা স্মৃতি ভবনের সামনে বসেছে এ মেলা। সিলেট সিটি করপোরেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে এ মেলার পাশাপাশি শারদা স্মৃতি হলের সামনে প্রতিদিন চলছে অন্য নানা আয়োজন।

মেলায় দেশিয় অন্যান্য পণ্যের পাশাপাশি বসেছে বাঙালির পিঠাপুলির দোকানও। শিশুদের খেলনার পাশাপাশি এ মেলায় গৃহস্থালির ছোটখাট জিনিসপত্রও কিনতে পেরেছেন নগরবাসী। সেখানে প্রতি সন্ধ্যায় আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে মেলায় অংশ নিচ্ছেন অসংখ্য মানুষ।

এর আগে সোমবার বছরের প্রথম দিনটিকে স্বাগত জানিয়ে প্রতিবারের মতো সিলেট সিটি করপোরেশনের পাঁচ দিনব্যাপী এ অনুষ্ঠানমালা শুরু হয়। সকাল সাড়ে ১০টায় নগরীর শারদা হলের সামনে থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন চিত্রনায়িকা মৌসুমী।

শোভাযাত্রার আগে শারদা হলের সামনে সিটি করপোরেশন আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌসুমী। এ সময় তিনি সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। করতালির মাধ্যমে উপস্থিত সিলেটবাসীও মৌসুমীর শুভেচ্ছার জবাব দেন। সেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, রাজিক মিয়া, দিনার খান হাসু, তৌফিকুল হাদী প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License