আমাদের সিলেট ডটকম:
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভায় বক্তারা বলেছেন দক্ষিণ সুরমার লালাবাজারে শ্রমিকদের উপর হামলার ঘটনায় পুলিশ কমিশনার বলেছিলেন ৪৮ ঘন্টার মধ্যে এখনো জড়িতদের আটক করবেন। কিন্তু প্রায় পনের দিনেও তাদেরকে গ্রেফতার করেননি। আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করে বাদী ও শ্রমিকদেরকে নানা ভাবে হুমকি প্রদান করছে। এমনকি শ্রমিক নেতা তেরা মিয়াসহ নেতৃবৃন্দকে বিভিন্ন মামলায় জড়ানোর পায়েতারা চালাচ্ছে। সভায় পুলিশী রহস্যজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্টিত সভায় বক্তারা এ কথা বলেন। জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকের সভাপতিত্ত্বে ও ঐক্য পরিষদের সহ প্রচার সম্পাদক আইয়ুবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরি সভাপতি শ্রী আবু সরকার, সহ সভাপতি চেরাগ আলী, খলিল খান, সুন্দর আলী খান, আব্দুল গফুর, ২০৯৭’র কার্যকরী সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রফিক, দিলু মিয়া, আব্দুস সালাম, আমির হোসেন, আনিছুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, মুজিবুর রহমান, মনির উদ্দিন, প্রচার সম্পাদক আমির উদ্দিন, আবুল কালাম, দপ্তর সম্পাদক সামছুল হক মানিক, কোষাধ্যক্ষ সাহাব উদ্দিন, সহ কোষাধ্যক্ষ আব্দুস সালাম, কার্যকরি সদস্য আব্দুল আজিজ, তাজ উদ্দিন, রমিজ আলী, ইকবাল হোসেন, শাহজাহান, কামাল আহমদ প্রমূখ। সভায় সভাপিতর বক্তব্যে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক বলেন লালাবাজারের ঘটনায় আসামী গ্রেফতারের আল্টিমেটামের সময় শেষ হয়ে গেছে। শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার যে কথা দিয়েছিলেন তা রাখতে না পাড়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে এক সাপ্তাহের মধ্যে সিলেটের কোর্ট পয়েন্টে মহা-সমাবেশ করে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করার অঙ্গিকার করছি। তিনি বলেন মহান মে দিবসের কর্মসুচি ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দদেরকে নিয়ে একসাথে পালন করা হবে। তাছাড়া কোম্পনীগঞ্জের অটো রিকশার শাখা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া তা সমাধান করবেন বলে ঘোষণা দেন। সভায় ছাতকের লাফার্জ শ্রমিকদের সাথে আন্দোলনের সাথে জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের একাত্ত্বতা পোষণ করা হয়।
জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সভা: কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে কোর্ট পয়েন্ট থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে
Thursday, April 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment