আমাদের সিলেট ডটকম:
বালাগঞ্জে নব বধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম রুপিয়া বেগম (২২)। তিনি উপজেলার তাজপুর ইউনিয়নের বরায়া (বুরামপুর) গ্রামের মৃত আব্দুল মনাফের মেয়ে।
খবর পেয়ে সোমবার সকালে বালাগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বালাগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বাবরকপুর গ্রামে স্বামীর বসত ঘরে ঘটনাটি ঘটেছে। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারী উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের বাবরকপুর গ্রামের তুরন আলীর পুত্র শাহজাহান মিয়ার সাথে তাজপুর ইউনিয়নের বরায়া (বুরামপুর) গ্রামের মৃত আব্দুল মনাফের কন্যা নিহত রুপিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী শাহজাহান ও তার ছোট ভাই লালন মিয়া রুপিয়াকে যৌতুকের জন্য প্রায়ই মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করত। নিহত রুপিয়ার পিতৃপক্ষের আর্থিক দূর্বলতার কারণে তাদের সে দাবি পূরণ করা সম্ভব হয়নি। নিহতের বোন রেজিয়া বেগম দাবি করেন, এরই সূত্র ধরে গত রবিবার দিবাগত রাতে এ নির্মম হত্যাকান্ডটি ঘটেছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহ অকিল উদ্দিন বলেন, স্বামীর পক্ষের লোকজন বলছে মেয়েটি ঘুমের মধ্যে মারা গেছে। অন্যদিকে কনে পক্ষের লোকজন বলছে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য আমরা লাশ মেডিকেলে পাঠিয়েছি। রুপিয়া বেগমের মুখের মধ্যে কিছু চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা দিলে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
No comments:
Post a Comment