দক্ষিণ সুরমায় ১৫শ’ ২০ জনের মধ্যে সার-বীজ বিতরণ: কৃষকরা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি – মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

Monday, April 14, 2014

আমাদের সিলেট ডটকম: সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, কৃষকরা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। তাই বর্তমান সরকার কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। যাতে সকল অনাবাদি ফসলী জমি চাষাবাদের আওতায় এনে দেশ স্বয়ং সম্পূর্ণ করতে বিনামূলে সার, বীজ, কৃষি উপকরণ, ডিজেল ভর্তুকি সহ নানা সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগিয়ে কৃষকরা ধান, শাক-সবজি উৎপাদনে উৎসাহিত হচ্ছে। ফলে দেশে খাদ্যের ঘাটতি পূরণ করে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি আন্তরিক থাকার কারণে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল রোববার সকালে দৰিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়নে ১৫শ’ ২০ জন কৃষকদের মধ্যে জন প্রতি ৪০ কেজি সার, ৫ কেজি ধান বীজ ও ২শ’ ১৫ জন মহিলাদের মধ্যে মার্তৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা দ্বিররাজ বর্মনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সিলেট বীজ সংরৰণ অধিদপ্তরের উপ-পরিচালক সুভাষ চন্দ্র ঘোষ, নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহিদ, জেলা শস্য উৎপাদন বিশেষজ্ঞ কর্মকর্তা আবু নাসির, উপজেলা আ’লীগের সভাপতি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দৰিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, আ’লীগ নেতা শাহ ছমির উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবাহন মজুমদার’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, আ’লীগ নেতা ফজলুল করিম হেলাল, হাজী আব্দুল মতিন প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License