শীর্ষ নিউজ , ঢাকা : নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিশিষ্ট আইনজীবী ড. তুহিন মালিক বলেছেন, নোবেল প্রাইজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তার সঙ্গে একটি সমঝোতা করে ফেলুন।
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ প্রজন্ম একাডেমীর উদ্যোগে “রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কবলে গ্রামীণ ব্যাংক, অসহায় ৮৪ লাখ উদ্যোক্তার অনিশ্চিত ভবিষ্যৎ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করনে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব ও প্রজন্ম একাডেমীর উপদেষ্টা এম. মনিরুজ্জামান।
তুহিন মালিক বলেন, গ্রামীণ ব্যাংক গণমানুষের ব্যাংক। এই ব্যাংক নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছেন তা দেশের মানুষই প্রতিহত করবে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগুন নিয়ে খেলবেন না, হাত পুড়ে যাবে। ড. মুহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব। তাকে নিয়ে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে তা সরকারের অজ্ঞতারই বহিঃপ্রকাশ। ড. ইউনূসের অপরাধ তিনি নোবেল বিজয়ী হয়েছেন।
তিনি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মনে রাখা উচিত এই গ্রামীণ ব্যাংক দেশের দুঃস্থ ও সাধারণ মানুষের ব্যাংক। গ্রামীণ ব্যাংকের টাকাগুলো গরীব সাধারণ মানুষের টাকা। হলমার্ক, বিসমিল্লাহ, ডেসটিনিকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেভাবে যদি গ্রামীণ ব্যাংককেও ধ্বংস করা হয় তাহলে গ্রামের অবহেলিত গরীব নারীদের আর কোন অস্তিত্ব থাকবে না। তিনি সকলকে এই দুঃশাসনের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাষাসৈনিক রফিকুল ইসলাম, বিএনপি নেতা আবু নাসের মোঃ রহমতুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কালাম ফয়েজী। বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, কামরুজ্জামান সেলিম, এস.এম মিজানুর রহমান, আবুল কাশেম কালো, পারভীন সুলতানা প্রমুখ।
No comments:
Post a Comment