ওসমানী বিমানবন্দরে দাওরাই কমিউনিকেশন ইউকে’র নেতৃবৃন্দ সংবর্ধিত

Thursday, April 17, 2014

আমাদের সিলেট ডটকম: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুর্ব করে এদেশের প্রতিটি দুঃসময়ে প্রবাসীরা তাদের সহযোগিতা হাত প্রসারিত করেছেন। তারা যুগে যুগে মাতৃভূমির কল্যাণে গুর্বত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। বিদেশের মাটিতে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বদেশের কল্যাণকর কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছেন। তিনি বলেন, প্রবাসীরা আমাদের আপনজন। তাদের পাঠানো অর্থে দেশের বড় ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তাই প্রবাসীরা যখন দেশের মাটিতে আসেন তখন তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। সেজন্য প্রবাসীদের কল্যাণে প্রশাসনসহ সকল সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গ্রেটার দাওরাই কমিউনিকেশন ইউকে’র চেয়ারম্যান আজাদ মিয়া সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ জগন্নাথপুরের বৃহত্তর দাওরাই এলাকায় শিৰাৰেত্রে যে গুর্বত্বপূর্ণ ভূমিকা রাখছেন তা প্রশসার দাবীদার।

তিনি বৃহস্পতিবার দাওরাই কমিউনিকেশন ইউকে’র চেয়ারম্যান আজাদ মিয়া সহ অন্যান্য প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দে সিলেট ওসমানী বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পৌছলে দাওরাই এলাকাবাসী আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। এ সময় এলাকাবাসী নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন মাষ্টার আরজু মিয়া, মাওলানা এমদাদ খান, নাজিম উদ্দিন, জুনাব আলী খান, মাওলানা এরশাদ খান আল হাবীব, সামছুল খান, তফজ্জুল মিয়া, ফখর্বল খান প্রমুখ।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License