নগরীতে ৫ নারী ছিনতাইকারী আটক

Tuesday, April 15, 2014

আমাদের সিলেট ডটকম

সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৫ নারী ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর সুরমা পয়েন্ট ও কিন ব্রিজের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার কলারতলের মৃত আবদুল মালেকের মেয়ে মালা আক্তার (২০), দাউদপুরের সাইফুল ইসলামের স্ত্রী সুমি বেগম (২৫), খোজারখলার রেহান মিয়ার স্ত্রী নূরজাহান বেগম (৪৩), রায়হান উদ্দিনের মেয়ে তিশা (২৫) ও ভার্থখলা চান্দেরবাড়ি এলাকার রেহান মিয়ার মেয়ে জামেলা বেগম (২৬)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের নারী সদস্যরা নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইসহ নানা রকম অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। ব্যস্ততম এলাকা ও বিপণী বিতানে পুরুষ ও মহিলাদের টার্গেট করে এরা পকেট মেরে থাকে। রাতে কিনব্রিজের নিচে এরা লোকজনকে হেনস্তা করার পাশাপাশি ছিনতাইও করে থাকে। আটককৃতদের ৫৪ ধারায় আদালতে চালান দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License