আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাবুপুর গ্রাম সংলগ্ন বৌলাই নদীর পানিতে তলিয়ে গিয়ে দুইদিন নিখোঁজ থাকার পর গত সোমবার ওই নদীর পশ্চিম পাড় থেকে শশী আক্তার (১০) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে বাবুপুর গ্রামের শেকুল মিয়ার শিশু কন্যা ।
এলাকাবাসী ও শিশুটির পারিবাবিরক সূত্রে জানা যায়, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শশী আক্তার চার-পাঁচজন বান্ধবী নিয়ে গত শনিবার সকাল এগারোটার দিকে বৌলাই নদীতে গোসল করতে নামে। তার বান্ধবীরা গোসল করে নদীর তীরে উঠলেও শশী নদীর পানিতে ডুবে গিয়ে তলিয়ে যায়। গত সোমবার সকালে নদীর পশ্চিমপাড় থেকে ভাসমান অবস্থায় শশীর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
শিশুটির বাবা শেকুল মিয়া বলেন,আমার মেয়ে সাঁতার কাটতে জানতো । নদীর স্রোতের টানে সে তলিয়ে যাওয়ায় তীরে উঠতে পারেনি।এ ঘটনায় আমি নিজেকে কিছুতেই শান্তনা দিতে পারছিনা ।
ধর্মপাশায় বৌলাই নদীতে দুইদিন নিখোঁজ থাকার পর এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার
Tuesday, April 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment