আমাদের সিলেট ডটকম:
বিশ্বনাথ থানা পুলিশ ছিনতাইকৃত মোবাইল সেটসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার লামাকাজি পয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের তেরা মিয়ার পুত্র আনোয়ার হোসেন আনর (২৬), একই উপজেলার দোকানীপাড়া গ্রামের আবদুল খালিকের পুত্র শামছুল ইসলাম মারজান (২৫)। গ্রেফতারকৃতদের গতকাল শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
থানার এস.আই আবদুস সালাম জানান, গত ৬ এপ্রিল রাতে উপজেলার লামাকাজি এলাকায় মাসুদ মিয়া নামের এক ব্যক্তিকে ছিনতাইকারী দারালো ছুড়ি দিয়ে আঘাত করে তার ব্যবহৃত মোটরসাইকেল,নগদ আট হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইকারীরা নিয়ে যায়। এঘটনায় থানায় মামলা দায়ের হয়। মোবাইল ফোনের সূত্রে ধরে ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে দুই ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা এলাকায় বিভিন্ন ছিনতাই’র ঘটনার সাথে জড়িত বলে তিনি জানান।
বিশ্বনাথে ছিনতাইকারী গ্রেফতার
Saturday, April 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment