আমাদের সিলেট ডটকম
স্বাধীনতা সংসদ কর্তৃক দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে জালাল আহমদকে নির্বাচিত করায় জালালাবাদ ইউনিয়ন পরিষদে গতকাল ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে তাৎক্ষণিক এক সংবর্ধনা প্রদান করা হয়।
উলেৱখ্য, গত ১৫ এপ্রিল সোমবার বিকেলে ঢাকার শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে দেশের ১১ জন ইউপি চেয়ারম্যানকে বিভিন্ন ৰেত্রে বিশেষ অবদান রাখায় সম্মাননা এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। তার মধ্যে সিলেটের সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ উল্লেখযোগ্য।
শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাৎৰণিক সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কামরুল ইসলাম, সদস্য নজমুল ইসলাম মুজিব, মানিক মিয়া, বিশিষ্ট মুরব্বি মশাহিদ আলী, ফরমুজ আলী, প্রদীপ কুমার, বশির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী দাদু মিয়া, তথ্য সেবা কেন্দ্রের সহকারী পরিচালক লায়লা বেগম,আজাদ আহমদ সহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে চেয়ারম্যান জালাল বলেন,এ সম্মান আমার একার নয়,এটা গোটা ইউনিয়নবাসীর সম্মান। এ সম্মানকে ধরে রাখতে দল মতের উর্ধ্বে ওঠে ইউনিয়নের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জালাল আহমদকে সংবর্ধনা প্রদান
Thursday, April 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment