নবীগঞ্জে ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি
হাবিব ঢাকায় গ্রেফতার ॥ হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক (বহিষ্কৃত) আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে ডিবি পুলিশের গ্রেফতারের পর আদালত শুক্রবার ১৮ এপ্রিল হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার ফকিরাপুল এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। খবর পেয়ে হাবিবুর রহমান হাবিবকে নিয়ে আসার জন্য রাতেই হবিগঞ্জের এএসপি নাজমুল হাসান ও নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।
হেভেন চৌধুরীর পিতা মকবুল হোসেন চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি হাবিবুর রহমান হাবিবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারের ব্যাপারে তাকে অবহিত করেছেন।
২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা উপজেলার বোরহানপুর গ্রামের মকবুল হোসেন চৌধুরীর একমাত্র ছেলে হেভেন চৌধুরী (২৬) গুরুতর আহত হন।
No comments:
Post a Comment