আমাদের সিলেট ডটকম:
অনিয়ম দূর্নীতি পরিহার করে প্রকল্প অনুযায়ী সঠিক নিয়মে সিলেটের বিশ্বনাথের বাসিয়া নদী খনন কাজ সম্পন্ন করার দাবীতে আজ বুধবার বিশ্বনাথে মানববন্ধন করেছে কৃষকরা। দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় ‘বাসিয়া সেতুর উপর কৃষকদের আয়োজনে ওই মানববন্ধন অনুষ্টিত হয়।
সমাজসেবী আব্দুল ওদুদ বিএসসি’র সভাপতিত্বে ও কৃষক প্রতিনিধি বেলাল আহমদ ইমরানের পরিচালনায় মানববন্ধন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন সিদ্দিকী, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ন-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ, ব্যবসায়ী মো. মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, সাংবাদিক মামুনুর রশীদ মামুন, আলী আহমদ, সংগঠক সাইদুর রহমান রাজু, প্রমূখ। এছাড়া মানববন্ধনে কৃষক ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপসি’ত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেছেন, সঠিকভাবে নদী খনন হচ্ছে না। নদী খননের নামে অনিয়ম দূর্নীতি চলছে। কোনভাবেই এসব বন্ধ করা যাচ্ছেনা। ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস’ হচ্ছে বিশ্বনাথ, সিলেট সদর, দক্ষিণ সুরমা, ছাতক উপজেলার হাজার হাজার কৃষক। যার কারণে তারা আন্দোলনে নামছেন। বাসিয়া নদী খননের নামে অনিয়ম ও দূর্নীতি বন্ধ করে সুষ্ঠভাবে নদী খনন করার জন্য সরকারের প্রতি কৃষকরা দাবী জানিয়েছেন। যদি সুষ্ঠভাবে নদী খনন করা না হয় তাহলে কঠোর আন্দোলন নামবেন বলে মানববন্ধনে কৃষকরা সরকারের প্রতি হুশিয়ারি উচ্চরণ করেন। মানববন্ধনে বিশ্বনাথ উপজেলার কৃষক ছাড়াও সিলেট সদর উপজেলার কৃষকরা অংশ গ্রহন করেন।
বিশ্বনাথে কৃষকের মানববন্ধন সভায় বক্তারা বাসিয়া নদী খননে অনিয়ম-দুর্নীতি বন্ধ না হলে কঠোর আন্দোলন
Wednesday, April 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment