ফেঞ্চুগঞ্জে মুক্তিযোদ্ধারের প্রতিবাদ সভা : মাহমুদ উস সামাদ চৌধুরীর
বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে একাত্তরের অস্ত্র আবার গর্জে উঠবে
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না হলে একাত্তরের অস্ত্র আবার গর্জে উঠবে বলে ফেঞ্চুগঞ্জের মুক্তিযোদ্ধারা ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আকরাম হোসেন। মুক্তিযোদ্ধা মকবুল আলী ও আমির হোসেনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জালাল মিয়া, মবশ্বির আলী, তোতা মিয়া, নিম্বর আলী, আনোয়ার হোসেন, মানিক মিয়া, মনাফ মিয়া, ফজলু মিয়া, নূরুল ইসলাম, উস্তার আলী, মোশারফ আলী, আব্দুল খালিক ফিরোজ, ফয়জুল ইসলাম মানিক, মনির মিয়া, লিয়াকত আলী, আব্দুস শহীদ, আজমল হোসেন রইফ ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ।
বক্তারা বলেন, জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের বিল উত্থাপনকারী সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মুক্তিযোদ্ধা পরিবারের পরম বন্ধু। তিনিই জাতীয় সংসদে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির বিল উত্থাপন করেছিলেন। অথচ স্বাধীনতা বিরোধীচক্র তার জনপ্রিয়তায় ভীত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।
No comments:
Post a Comment