কৃষকদের অবহেলার মধ্যে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল

Wednesday, April 16, 2014

আমাদের সিলেট ডটকমঃ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম বলেছেন, কৃষকরা হচ্ছে দেশের অর্থনৈতিক চালিকার মূল শক্তি। তাদের অবহেলায় রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। কৃষকদের সহায়তার জন্য দেশব্যাপী বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করে প্রকৃত পক্ষে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বুধবার গোলাপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন আহমদ, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা নজরুল ইসলাম, বাদেপাশা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ আব্দুস সবুর জাহিন প্রমুখ। উল্লেখ গোলাপগঞ্জ উপজেলায় ১৩শ’ ৭০ জন কৃষকের মধ্যে জনপ্রতি ৫কেজি বীজ, ২০কেজি ইউরিয়া, ১০ কেজি পটাশ, ১০কেজি ডিএপি সার ও নগদ ৩শ’ টাকা করে বিতরণ করা হচ্ছে।

এদিকে এর পূর্বে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য তথা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার প্রতিনিধি জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিনের মোবাইল ফোনের মাধ্যমে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License