আমাদের সিলেট ডটকম:
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বৈষবের গ্রামের মানসিক ভারসাম্যহীন স্বামীর রডের আঘাতে পাপিয়া (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। পাপিয়া বৈষবের গ্রামের কামাল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, ভৈষবের গ্রামের মৃত আজিজুল হকে ছেলে কামাল মিয়া প্রায় ৫ বছর ধরে মানসিক রোগে ভুগছেন। তাকে চিকিৎসার পর বেশ কিছু দিন ধরে সুস’ মনে হওয়ায় তাকে ছেড়ে দেয় পরিবারের লোকজন। দুপুরে হঠাৎ স্ত্রী পাপিয়ার ওপর ক্ষিপ্ত হয়ে রড দিয়ে আঘাত করে কামাল। এসময় ঘটনাস’লেই মারা যান পাপিয়া ।
মোহনপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে বলেন, স্বজনরা স্বামী কামালকে আটক করে বেঁধে রেখেছেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বিষয়টি নিশ্চিত করে জানান,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।নিহতের স্বামী কামালকে আটক করা হয়েছে।
সুনামগঞ্জে স্বামীর রডের আঘাতে স্ত্রী খুন
Saturday, April 19, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment