শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মহানগর ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

Saturday, April 19, 2014

আমাদের সিলেট ডটকম:

যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সামছুল ইসলাম বাচ্চু বলেছেন, বিশ্বের মানচিত্রে মাতৃভাষা বাংলা ও বাংলাদেশ বেঁচে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততদিন স্বমহিমায় ভাস্কর হয়ে থাকবেন। দেশের প্রয়োজনে সঠিক দিক নির্দেশনা দিয়ে একটি জাতিকে বেচে থাকার যে প্রেরণা দেখিয়েছিলেন তা যুগ যুগান্তরে চিরঅক্ষয় হয়ে থাকবে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান ইতিহাস বিকৃতির যে লীলা খেলায় মেতে উঠেছেন তা এ দেশের জনগণ কখনো মেনে নিবে না। নির্লজ্জ মিথ্যাচার চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার যে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন তার দাতভাঙ্গা জবাব দিতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন সমূহের নেতাকর্মীরা প্রস্তুত। তিনি ইতিহাস বিকৃতিকারীদের বির্বদ্ধে সোচ্চার হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান এবং অবিলম্বে ইতিহাস বিকৃতির দায়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বির্বদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি শুক্রবার বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে সিলেট মহানগর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্লজ্জ মিথ্যাচার ও ইতিহাস বিকৃতির তীব্র প্রতিবাদ এবং সরকারের কাছে বিচারের দাবীতে আয়োজিত বিৰোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে, ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশাহিদ খানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শামীম ইকবাল, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাহের ইজু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আব্দুর রশিদ রাশেদ, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, আওয়ামী প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ পান্না, মহানগর যুবলীগ নেতা জাকির্বল আলম জাকির, ২২নং ওয়ার্ড প্রজন্মলীগ নেতা এনাম আহমদ, ছাত্রলীগ নেতা র্বহুল আলম চৌধুরী উজ্জ্বল, মিন্নত চৌধুরী, অনুর চৌধুরী, এইচ আর সুমন, ইসমাঈল হোসেন পাপলু, দেলওয়ার হোসেন, হোসেন খান শুভ প্রমুখ। সমাবেশ পূর্বে এক বিৰোভ মিছিল উপশহর এলাকার সবক’টি গুর্বত্বপূর্ণ সড়ক প্রদৰিণ করে। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License